টেবিলের কোণায় যখন চোখে জল নিয়ে বসে আছি,
তখনো মানুষ আমার হাসি খুঁজে গেছে।
চুপ থাকতে চেয়ে যখন মুখে কালো কাপড় বেঁধেছিলাম,
তখনো ওরা আমার কথা খুঁজে গেছে।
আমি যখন এক বুক কষ্ট নিয়ে ফেলছি দীর্ঘশ্বাস,
ওরা আমার বুকের ওপরের ভারী পকেট খুঁজে গেছে।
আমি কারো হাত ধরতে চেয়ে যখন হাত বাড়িয়েছিলাম;
তখন আমার হাতে একটা পাঁচশো টাকার নোট গুঁজে গেছে।
তবু আমি আশায় বুক বেঁধে বেঁচে গেছি এতোকাল;
কেউ না কেউ ঠিকই বুঝবে আমায়।
আমাকে বোঝেনি কেউ।
আয়না বানিয়ে আমাকে; নিজেকে বুঝে গেছে।