১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:০৩

বরিশালে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আটঘাট বেধে মাঠে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বুধবার, মে ১০, ২০২৩,
  • 115 পঠিত

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু’র ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে বিজয়ী করার লক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ করছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী বিজয় করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেও প্রতিবেদককে জানিয়েছেন । একইসাথে সংগঠনটির প্রতিটি ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থনে ভোট চাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান।

১০ মে বুধবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে শুরু করে দলীয় মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর ১৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে সরকারের নানামুখি উন্নয়নের কথা বলে নৌকার পক্ষে গণসংযোগ করছেন।

এসময় বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক শাহিন সিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার সহ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা গণসংযোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo