১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৩৮

মেডিকেলে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ রবিবার, মে ১৪, ২০২৩,
  • 124 পঠিত

মৃত হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল, ওই দুইজন কৃতকার্য হলেও সে ব্যর্থ হয়

কুষ্টিয়ার মিরপুরে এক শিক্ষার্থী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে “আত্মহত্যা” করেছেন বলে জানা গেছে। মৃত ওই শিক্ষার্থীর নাম হাফসা খাতুন (১৮)।

রবিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাফসা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতীবন্ধ এলাকার বাসিন্দা।

মৃতের মা সিমা খাতুন জানান, তার মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায়ও তার ফলাফল জিপিএ-৫। ছোট থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। এজন্য মেডিকেলে পরীক্ষা দিয়েছিল সে। তবে তাতে অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। রবিবার সন্ধ্যায় কক্ষের সিলিং ফ্যানে সাথে ওড়না ঝুলিয়ে গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, “মৃত হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। ওই দুইজন কৃতকার্য হলেও সে ব্যর্থ হয়। এতে সে ভেঙে পড়ে ও আত্মহত্যা করে।”

মিরপুর থানার (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মেডিক্যালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে হতাশা থেকে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মেয়েটির মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo