সোমবার (২৯ মে) নগরীর ২৫ নং ওয়ার্ড এর বটতলা ও রুপাতলী বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে নগরীতে গণসংযোগ করেছেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সোমবার (২৯ মে) বিকাল ৫ টার দিকে নগরীর ২৫ নং ওয়ার্ডের বটতলা ও রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন। তিনি বরিশাল নগরীর উন্নয়নধারাকে ফিরিয়ে আনার জন্য আগামী ১২ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, এ্যাড. আনিচ উদ্দিন শহিদ,মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান, শ্রমিক ইউনিয়ন নেতা সুলতান মাহামুদ খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহামুদুর রহমান মধু , মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন,বিসিসি’র ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃতামিম হাসান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালের মানুষ এতোদিন উন্নয়ন বঞ্চিত ছিলো। তারা এর পরিবর্তন চাচ্ছেন। তারা চাচ্ছেন নতুন নেতৃত্ব। আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরনে সর্বাত্তক চেষ্টা করবেন বলে তিনি জানান।