আজ মঙ্গলবার বরিশাল জেলা ও মহানগর যুবলীগের মতবিনিময় সভা। বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল‘র সঞ্চালনায় সভায় সভাতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: গোলাম রাব্বানী চিনু, বরিশাল মহানগর আ.লীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা।