দক্ষিণে নির্বাচনী হাওয়ায় সরগম হয়ে উঠেছে বরিশাল নগর। এ জনপদ এ নৌকার পালে হাওয়া বইতে শুরু করছে বেশ আগে থেকেই। গতকাল বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ এর নেতৃত্বে শতাধীক নেতৃবৃন্দরা অবহেলিত এই বরিশাল সিটি বাসীর ভাগ্য উন্নয়নের লক্ষে নৌকার পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এখানকার নাগরিকরাও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীকে স্বাদরে গ্রহন করে নেয়ায় এখানকার দলীয় নেতাকর্মীদের চাপ তেমন দৃশ্যমান নয়। উন্নয়ন পিপাসু নগরবাসী নৌকা প্রতীকের বিসিসি’র আসন্ন নির্বাচনের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর পক্ষে ভোট চাইতে গিয়ে শুনতে হচ্ছে নানান রকমের অভিযোগ আর অনুন্নত এলাকার উন্নয়নের আবদার। এখানকার সাংসদ সদস্যর করা নানান উন্নয়ন মূলক কাজের সুফল অনেকটাই আসন্ন সিটি নির্বাচনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পাবে এমনটাই নানান বিশ্লেষণে দেখা যায় বলে জানান রাজনৈতিক বিশ্লেষকগন। নগরবাসিদের সকল বিষয় ইতোমধ্যেই অবগত হয়ে আটঘাট বেধে নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দের বাইরেও এখানকার আমজনতাদের। তারা মনে করছেন এ মহানগরীর উন্নয়ন কেবল বর্তমান সরকারের দ্বারাই সম্ভব কেননা বর্তমানে বরিশাল সিটির উন্নয়ন অতিগুরুত্বপু্র্ন বিষয় হয়ে দাড়িয়েছে।