শুক্রবার (০২ জুন) বরিশাল নগরীতে গণসংযোগ করেছেন আওয়ামী জোটের চৌদ্দ দলের নেতৃবৃন্দ।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন আওয়ামী জোটের চৌদ্দ দলের নেতৃবৃন্দ। শুক্রবার (০২ জুন) বিকালে নগরীর ভাটিখানা, স্ব-রোড ও সদর রোডে এ গণসংযোগ করেন তারা। গণসংযোগে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী সমন্বয়ক কেবিএস আহম্মেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট টিপু সুলতান, জাসদ জেলা সভাপতি আব্দুল হাই মাহাবুব, ন্যাপ এর সাজ্জাত হোসেন সুলতান ও সাম্যবাদি দলের রাজ্জাক ভুইয়াসহ জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের কাছে নৌকার মার্কায় ভোট প্রার্থনা করেন। তারা বলেন, সারাদেশের উন্নয়নের মত বরিশালের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে বরিশাল হবে উন্নয়নের রোল মডেল।