১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:১৬

মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে স্কুল ছাত্রকে মারধর, গুরুতর আহত হয়ে শেবাচিমে ভর্তি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ রবিবার, জুন ৪, ২০২৩,
  • 388 পঠিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালির মির্জাগঞ্জে ঝাটিবুনিয়া ম/ই মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রকে মারধর করে গুরুতর আহত করেছে একই এলাকার কিশোর গ্যাং প্রধান হাসিব ও তার দলবল। গুরুতর আহত স্কুল ছাত্র মোঃ রামিমকে ওই ঘটনার পরে প্রথমে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরইবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে। আহত সুত্রে জানা গেছে, গত ২৮ মে রবিবার দুপুরে রামিম স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার কিশোর গ্যাং প্রধান হাসিব তার কয়েকজন সঙ্গি নিয়ে রামিমের পথরোধ করে। রামিম এর কারন জানতে চাইলে হাছিব উত্তেজিত হয়ে তার(হাসিব)এর কথামত স্থানীয় ফুটবল ম্যাচে অংশ নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। ওই ফুটবল ম্যাচে অংশ নেয়ার জন্য দু-দিন পূর্বেও একইভাবে রামিমকে শাসিয়েছিল হাসিব। রামিম এতে রাজি না হওয়ায় রবিবার পুনুরায় রায় পথ রোধ করে। এ সময় রামিম আবারও খেলায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয়। এরই এক পর্যায়ে হাসিব তার দলবল নিয়ে রামিমের উপর হামলা চালায়। এ সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এল হাসিব পালিয়ে যায়। স্থানীয়রা রামিমকে উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। বর্তমানে রামিম শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে, তার নাক দিয়ে রক্ত ঝড়ছে বলে জানায় শেবাচিমের দ্বায়ীত্বরত চিকিৎসক। এগিয়ে ঘটনার পরে রামিমের মা বিষয়টি হাসিবের পরিবারকে জানালে সেখানেও রামিমের মাসহ অপর অরেক মহিলাকে মারধর করা হয় বলে জানায় রােিমর মা রেমিজা বেগম। আরও জানা যায় ,রামিমকে হুককি দেয়ায় বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ওলিদ খানকে অবহিত করলে তিনি হাসিবকে সর্তক করে দেন, তবে এতে হাসিব আরও ক্ষিপ্ত হয়ে রামিমকে দলবল নিয়ে মারধর করে। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান রামিমের এক নিকট আতিœয়।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo