২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:২২

বরিশালের বৃহৎ আলেম সমাজের সমর্থন নৌকায়

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩,
  • 241 পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে বরিশালের সর্বস্তরের আলেম ওলামারা সমর্থন জানিয়ে নৌকার পক্ষে জনসংযোগ ও র‍্যালী করেন।

৮ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউজের বিপরীতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে নৌকার মনোনীত মেয়র পদপ্রার্থীকে সমর্থন জানিয়ে মতবিনিময় সভা করেন বরিশাল নগরীর সর্বস্তরের আলেম ওলামাদের বৃহৎ অংশ।

আবুল খায়ের আবদুল্লাহ(খোকন সেরনিয়াবাত) কে সমর্থন জানিয়ে বরিশাল মহানগরের সর্বস্তরের আলেম ওলামাদের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা মার্কার প্রধান সমন্বয়ক এ্যাড কে বি এস আহম্মেদ কবির।অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওলামা লীগ বরিশাল মহানগরের সভাপতি মাও. মাহমুদুল হাসান আনসারী, মতবিনিময় সভা শেষে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে নৌকা প্রতীক নিয়ে জনসংযোগ ও র‍্যালী করেন। এসময় অন্যান্য দের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মাও. নুরুল আলম খলিফা,মাও.জামাল উদ্দিন,মাও.বসির উদ্দিন,মাও.সুলতান আহমেদ, মাও.হানিফ হাসান,মাও. মিজানুর খান,মাও.মোসারেফ হোসেন,মাও.রিপন হোসেন,মাও. ছাইদুল্লহ,মাও.শফিউর রহমান,মাও.আব্দুল হাই প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo