তথ্য অধিকার আইন ওবিধি-বিধান সম্পকে জনসচেতনতা বৃদ্ধিকরন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রশাসন অনুবিভাগ ও চীফ ইনোভেশন অফিসার ড.সালমা মমতাজ। এসময় কর্মশালয় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, বরিশাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম, বরিশাল সিএসডি ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আয়শা খাতুন, আখানির খাদ্য পরিদর্শক মৌসুমি আক্তার, বরিশাল সিএসডি খাদ্য পরিদর্শক জিয়াউল মোর্শেদ, দৈনিক ইওেফাক পএিকার ফটো সাংবাদিক ও দৈনিক বরিশাল মুখপএ পত্রিকার প্রকাশক সম্মাদক ফারুক লিটু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য পরিদর্শক জামাল হোসেন, সিএসডি খাদ্য পরিদর্শক শামসুন্নাহার, আখানি খাদ্য পরিদর্শক করিমা সুলতানা, আখানি কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন, আখানি প্রধান সহকারী মোঃ মিজানুর রহমান জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসাব রক্ষক মোঃ জহিরুল ইসলাম, আখানি উপ-খাদ্য পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম , জেলা খাদ্য নিয়ন্ত্রক উচ্চমান সহকারী আলমগীর হোসেন, আখানি সহকারী উপ খাদ্য পরিদর্শক অনিমেষ হালদার ও সকল ও এম এস ডিলার সহ বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তা কর্মচারী এবং বরিশাল খাদ্য বিভাগের সকল কর্মচারী বৃন্দ।