১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:১১

চোর

মোঃ রুহুল আমিন
  • আপডেট সময়ঃ রবিবার, জুন ১১, ২০২৩,
  • 97 পঠিত

লেখকঃ মোঃ রুহুল আমিন

অবুঝ আলী চুরির দায়ে পড়েছে আজ ধরা,
পিটুনি খেয়ে হয়েছে সে আধমরা।
বিচার হবে! কঠিন বিচার!! নেই আজ রক্ষে,
তাইতো সমাজপতিরা বসেছে বিচারকের তক্ষে।

দুদিন ধরে উপোস ছিলো
জোটেনি কোনো অন্ন
নিরুপায় হয়ে করছে চুরি
পেটটা বড় শুন্য।।

যথা সময়ে হইলো শুরু বিচার কাজ
হটাৎ করিয়া অবুঝ আলী কহিলো ভাঙিয়া লাজ,
সেই গুণী জন আমার
করিবে বিচার,
যে জন কভু করোনি চুরি,
আমি বিচার মানিয়া নিবো তারি।
আমার বিচার করিতে বসিয়াছো যারা,
সবাই তো বড় চোর তারা।।

মেম্বার হয়ে করছো চুরি অসহায়ের ভাতা,
সেই তুমি চুরির বিচার করিবে?মানিবো না তাহা।
তুমি চেয়ারম্যান অন্যের হক মেরে আছো সুখে,
আমায় আবার চোর বলো কোন মুখে।
তুমি বড় ব্যাবসায়ী হয়েছো গরিবের রক্ত চুষে,
সেই তুমি চুরির বিচার করিবে কিসে।
আমি তো ভাই করেছি চুরি পেটের জালায়,
তোমরা তো চুরি করো সম্পদের নেশায়।

এই কথা শুনিয়া বিচারকগণ কাঁপিয়া উঠিলো রাগে
অবুঝ আলীর শিরোচ্ছেদ করিতে তাহাদের সাধ জাগে।।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo