১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৩৫

সিটি নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ সোমবার, জুন ১২, ২০২৩,
  • 122 পঠিত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩। যথা সময়ে একযোগে ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডে ১২৬ টি ভোট কেন্দ্র ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের দীর্ঘ লাইন প্রমাণ করে ভোটারদের অংশগ্রহণ, নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখ্য করার মতন। সকাল থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক বরিশাল সকাল থেকে বেশকিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন সেখানে তিনি ভোটার, প্রার্থী ও ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভোটের সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo