৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩

বরিশালের মানুষ নির্ভিঘ্নে ভোট দিতে পারছে : খোকন সেরনিয়াবাত

বরিশাল অফিস:
  • আপডেট সময়ঃ সোমবার, জুন ১২, ২০২৩,
  • 138 পঠিত

 

স্মার্ট বরিশাল ডটকম:

বরিশালে সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং মানুষ নির্ভিঘ্নে ভোট দিতে পারছে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সোমবার (১২ জুন) সকাল ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

এসময় এই মেয়র প্রার্থী বলেন, এভাবে সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহণ চলতে থাকলে নৌকা ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে।

এদিকে এ সিটির নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। ভোট পর্যবেক্ষণে ১১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার হাজার ৪০০ পুলিশ, আনসার, এপিবিএন, র‍্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

বরিশাল সিটিতে মেয়র পদে সাত জন, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo