আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র পদে বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বরিশাল (বিসিক) শিল্প মালিক সমিতির সভাপতি ও ফরচুন সুজ লিমিটেড এর চেয়ারম্যান মোঃমিজানুর রহমান ও বরিশাল ক্লাবের সাবেক সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল সহ উপস্থিত ব্যক্তিবর্গরা।
১২ জুন সোমবার সরকারি ভাবে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন ২০২৩ ইং নির্বাচনী ফলাফলে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র পদে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে ঘোষণা দেয়ার পর পর ই তার নগরের ১৫ নং ওয়ার্ডের ভাড়া বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন বরিশাল গড়ার ভিশন পূরণ করতে শুভ কামনা জ্ঞাপন করেন ফরচুন সুজ লিমিটেড এর চেয়ারম্যান মোঃমিজানুর রহমান ও বরিশাল ক্লাবের সাবেক সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল।