স্মার্ট বরিশাল ডটকমঃ
রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৪ জুন বুধবার সকাল ১১ টার দিকে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণবৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গৌরনদী সৈয়দা মনিরুন নাহার মেরী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও নারীনেত্রীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণবৃদ্ধি বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায় প্রকল্পটি নারী ক্ষমতায়নে বরিশাল জেলায় বিশেষ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।