২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:০৭

বরিশালে পবিত্র ঈদুল আযহা ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বুধবার, জুন ২১, ২০২৩,
  • 161 পঠিত

 

আজ ২১ জুন বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ ফজলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় পবিত্র ঈদুল আযহা ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন। সভায় ঈদ যাত্রীদের যাত্রা নিরাপদ করার লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। মলম পাট্টিসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের হাত থেকে যাত্রীদের সচেতন থাকতে হবে। বরিশাল নদীবন্দর ও বাসস্ট্যান্ডে বিশেষ করে রাত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হবে। ঘাট থেকে নৌজান ছাড়ার পর নৌজানে ছোট নৌকা দিয়ে যাত্রী ওঠানো যাবে না। রাত বেশি হলে যাত্রীদের লঞ্চ বা বাসে সকাল না হওয়া পর্যন্ত অবস্থান করার জন্য বলা হলো। বাস বা লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
এদিকে সকাল ১১ টায় জেলা প্রশাসক বরিশাল এর সভাপতিত্বে লবণ উৎপাদন, মজুদ ও মূল্য পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে লবণে ব্যবহার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্ধারিত স্থানের বাইরে, যেখানে সেখানে পশুর হাট বসানো যাবে না। গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তাসহ জাল নোট বন্ধে জাল নোট সনাক্তের মেশিনের সুব্যবস্থা রাখতে হবে। কোরবানির পরে যথাযথ নিয়মে পশুর চামড়া সংরক্ষণ করতে হবে। যেখানে সেখানে পশু জবাই করা এবং তার রক্ত ও অবশিষ্ট ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। পশু জবাই করার স্থানে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। সিটি কর্পোরেশন কোরবানির সাথে সাথে বর্জ্য ও হাটের বর্জ্য দ্রুত সময়ের ভিতরে পরিষ্কার করবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo