আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ;
আসুন সকলে ঈদুল আযহার ত্যাগের মহিমায় নিজেকে উজ্জীবিত করি।
★ ঈদ মোবারক ★
মহান ত্যাগ আর কোরবানির মহিমায়
ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব
পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার ।
‘ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে
প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে
ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের
উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির
প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ
হলো মনের গভীরে আল্লাহর প্রতি
ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয়
বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা।
তাই পশু কোরবানির মধ্যে ইহলৌকিক ও
পারলৌকিক কল্যাণ নিহিত রয়েছে।’
হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে
পরিহার করে সমাজে শান্তি ও
সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত
হওয়া মানুষের কর্তব্য। কোরবানির যে
মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা সম্ভব।’ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
===============
শুভেচ্ছান্তে –
এম.এস.আই লিমন
প্রকাশক সম্পাদক
স্মার্ট বরিশাল ডটকম
www.smartbarisal.com