১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৫৮

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ সোমবার, জুলাই ৩, ২০২৩,
  • 123 পঠিত

বরিশালে আলোচনা সভা, কেক কাটা ও ফুলের শুভেচ্ছার মধ্যদিয়ে এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর প্যারারা রোডস্থ এনটিভির বরিশাল অফিসে সোমবার বেলা ১১টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখায় এনটিভির বরিশাল অফিসে কর্মরতদের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর মহসিন উল উসলাম হাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম. ইমানুল হাকিম, বরিশাল সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, খেলাঘর সভাপতি পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, গণফোরাম’র এ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বিএনপির নেতা আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আল মামুন প্রমুখ।

 

সভার সঞ্চালনা করেন এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আকতার ফারুক শাহিন। এসময় বক্তারা বলেন, এনটিভির সংবাদে বস্তুনিষ্ঠতার কারনে ইতিমধ্যে দেশের জনসাধারণের মনে স্থান করে নিয়েছে। এনটিভি দেশ ও দেশের জনসাধারণের কথা বলে প্রধান সারির চ্যানেল হিসেবে সুনামের সঙ্গে আধিপত্য ধরে রেখেছে। সততার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রেখে এগিয়ে যাক এনটিভি।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo