বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন এই স্লোগান নিয়ে আজ ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৩ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ বরিশাল সদর উপজেলার ক্রেস্ট গ্রহণ করেন চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।