৬ই জুলাই বৃহস্পতিবার হঠাৎ করে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল অবসর নেয়ার কথা মিডিয়াকে জানান।সেই থেকেই ভক্তরা তার ফিরে আসার জন্য বিভিন্ন স্হানে প্রচারণা চালাচ্ছেন।
শুক্রবার ৭ই জুলাই বিকাল ৫ ঘটিকায় শেরেই বাংলা স্টেডিয়াম মিরপুরে ব্যানার ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে সমর্থকরা অবস্থান করেছে।তামিম ইকবালের এমন অবসর কোন ভাবেই মানতে পারছেনা ভক্তরা।মিরপুর স্টেডিয়ামের সামনে ঘন্টাখানিক মানববন্ধন কর্মসূচি করেছে।
উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন বরিশালের ক্রীড়াপ্রেমী পারভেজ সিকদার।এসময়ে আরও উপস্থিত ছিলেন হানিফ ফরাজী,মোঃ মুন্না,মোঃ শামিম,হুমায়ুন, তরিকুল,সাজ্জাদ,মুবিন,সাজিদ ও ক্ষুদে ভক্ত সাদিয়া।
এসময়ে ভক্তরা বলেন,তামিম ইকবাল জাতীয় দলের সেরা ওপেনার তার এমন অবসর আমরা চাইনা, সামনে আসছে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ এই মুহূর্তে কোনো ভাবেই তার অবসর মানায়না।আমরা চাই বিশ্বকাপের পরে বর্নিল অনুষ্ঠানের মাধ্যমে তার অবসর।দ্রুত জাতীয় দলে ফিরে আসার অনুরোধ করেন তামিম ইকবালকে।