তামিম ইকবাল ইস্যুতে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি বাংলাদেশ ক্রিকেটে। এর মধ্যেই গতকাল আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ছেলেদের পর আজ মিরপুরে ভারতের মেয়েদের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। দুই দলের প্রথম টি-টোয়েন্টি আজ মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মেয়েদের হারে হতাশ না হলেও আফগানিস্তানের কাছে ছেলেদের টানা দুই হারে মন খারাপ পাপনের। মিরপুরে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন পাপন। বিসিবি সভাপতি বলেছেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবাই জানে, পুরা বাংলাদেশের সবার মন খারাপ।’ তবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস পাপনের।
ছেলেদের মতো মেয়েদের ক্রিকেট নিয়ে বেশ আশাবাদী পাপন। মেয়েদের ক্রিকেটে বিসিবি এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারে না বলে স্বীকার করেছেন তিনি। তিনি বলেছেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশা আল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না, ওরা (ভারত) যেরকম পায়। তবে ওদের নিয়ে আমি আশাবাদী।’
মিরপুর মেয়েদের প্রত্যাবর্তন ম্যাচের দিন অবশ্য গ্যালারি খালিই ছিল। যদিও টিকিট ছাড়াই গ্যালারিতে ঢোকার সুযোগ করে দিয়েছে বিসিবি। এই সিরিজের জন্য কোনো পৃষ্ঠপোষকও পায়নি তারা। এ নিয়ে পাপন বলেছেন, ‘মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই এমন হয় (পৃষ্ঠপোষক না পাওয়া)। কিন্তু আমাদের এমন থাকবে না।’