দেশের ক্রিকেট যখন তামিম ইকবালের হুট করে অবসরে যাওয়া এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফিরে আসার খবরে সরব তখন বিপিএলে সেরে নিলেন দলবদলও। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিম আসন্ন আসরে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তাকে অধিনায়কত্বও দিচ্ছে দলটি।
গত আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। তবে এবার সাকিব আগেভাগেই বদলে ফেলেন দল। টাইগার অলরাউন্ডারকে দেখা যাবে রংপুর রাইডার্সে।
সাকিবের জায়গায় এবার তামিমকে টেনে নিল ফরচুন বরিশাল। ২০২০ সালে বিদেশী ক্রিকেটার বিহীন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে বিপিএলে যাত্রা শুরু করে ফরচুন বরিশাল। ওই আসর তাদের নেতৃত্ব দেন তামিম।
আবারও তামিমকে অন্তর্ভূক্ত করে দলটির চেয়ারম্যান মিজানুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, ‘ধন্যবাদ তামিমকে আবারও ফরচুন বরিশালে যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরনো পরীক্ষিত বন্ধু। আমরা আশা করছি ২০২৪ সালের বিপিএলে আমরা একটা ভালো দল গঠন করতে পারবো, তামিম সেটার নেতৃত্ব দিবে।’
উল্লেখ্য, বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে ২০২৪ সালের জানুয়ারিতে। পূর্ব নিরধারিত সূচি অনুসারে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে পেছাবে কিছুদিন।