১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৮:৪৫

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ সোমবার, জুলাই ১০, ২০২৩,
  • 217 পঠিত

 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে (১০ জুলাই) সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে ও শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন, পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন,দ্বিপশিখা জয়ান্তী,মিজানুর রহমান,রফিকুল ইসলাম, এবং শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত ও সাধারণ সম্পাদক ইশরাত জাহান আনা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যানগন সহ আরো অনেকে। সভায় প্রধান অতিথি সকল প্রধান শিক্ষকদের প্রতি অনুরোধ রেখে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষায় সুশিক্ষিত ও সুনাগরিক করে গরে তোলার আহব্বান জানান এবং শিক্ষা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলুক আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo