জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ১২ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় সরকারি ব্রজমোহন কলেজ এবং কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয় অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. গোলাম কিবরিয়া, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় ড. মু ইব্রাহিম খলিল সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ সরকারি ব্রজগঞ্জ কলেজ বরিশাল। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় মোঃ নুরুল ইসলাম প্রধান শিক্ষক জিলা স্কুল। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।