১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৫৩

নগরবাসিদের ভোগান্তি নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে – খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বুধবার, জুলাই ১২, ২০২৩,
  • 163 পঠিত

 

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করার লক্ষে নগরবাসীদের ভোগান্তি নিরসনে সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ বুধবার (১২জুলাই) সকালে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করার লক্ষে টার্মিনাল এলাকা সরেজমিন পরিদর্শন করেন তিনি।

এসময় নবনির্বাচিত বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরবাসিদের সকল ভোগান্তি নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বলেন,দীর্ঘদিন বছর যাবৎ বরিশাল সিটিতে অবকাঠামো গত উন্নয়ন না হওয়ায় এখানকার নগরবাসিদের ভোগান্তি চটম পর্যায়ে পৌছেছে। স্বল্প সময়ের মধ্যে এসকল সমস্যাগুলো টেকসই উন্নয়নের মাধ্যমে সমাধান করা হবে। পরিবহনে যাত্রী সেবার পরিবেশ সৃষ্টি লক্ষে একটি বাস টার্মিনাল উপহার দিতে পরিকল্পনা হাতে নিয়েছেন।

এসময়ে বরিশাল সিটি কর্পোরেশন ( বিসিসি’র) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন,বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, মহানগর যুবলীগ নেতা রিয়াজ ভুইয়া,হাসান খন্দকার, সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo