১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:০৯

২৫ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বুধবার, জুলাই ১২, ২০২৩,
  • 182 পঠিত

তথ্য গোপন করে সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে গ্রহণ কৃত প্রায় ২৫ কোটি টাকার বন্ধবস্ত খাস জমি উদ্ধার করেছে বরিশাল জেলা প্রশাসন।

বুধবার দুপুরে বরিশালের সদর উপজেলার চর আইচা মৌজার বরাদ্দকৃত ৫ একর জমি বন্দোবস্ত বাতিল করে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসন জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত থাকা অবস্থায় এক কর্মচারী মিথ্যা বলে এবং নিজের পরিচয় গোপন করে সরকারের জমি বন্দোবস্ত নেয়। বিষয়টি দীর্ঘ বছর পর বরিশাল জেলা প্রশাসন জানতে পেরে তার বন্দোবস্ত বাতিল করে পুনরায় সরকারের এই খাস জমি নিয়ন্ত্রণে এনে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু ওই কর্মচারী বর্তমানে অবসরে রয়েছে তাই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo