প্রকৌশলী নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি’র) নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের নগরী পরিদর্শন
বিশেষ প্রতিবেদক ॥
আধুনিক ও উন্নত বরিশাল গড়ার লক্ষ্যে বিশেষজ্ঞ প্রকৌশলী সাথে নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বরিশাল নগরীর নতুন বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাজার ও বাস টার্মিনাল, বটতলা বাজার, সিটি কর্পোরেশনের দক্ষিণ -পূর্বপাশসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক স্থপতি এসএম নাজিমুদ্দিন পায়েল এবং বরিশাল সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার আবুল বাসার , যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক লস্কর নুরুল হকসহ আরো অনেকে।
এসময় মাহমুদুল হক খান মামুন জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালটি ভেঙে পুনরায় নতুন করে করা হবে। পাশাপাশি নগরীর উল্লেখযোগ্য বটতলা, চৌমাথা ও নথুল্লাবাদ বাজার ভেঙে চারতলা বিশিষ্ট অত্যাধুনিক মার্কেট তৈরির উদ্যোগ নিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত। এছাড়াও সিটি করপোরেশন ভবনটিকে ভেঙে বর্ধিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। ওখানেই ১০ তলা ভবন নির্মাণ হবে বলে জানান খান মামুন। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানান, নতুন বরিশাল নগরী উন্নত এবং আধুনিকায়ন করার লক্ষ্যে পরিকল্পিত স্ট্রাকচার ও ড্রেনেজ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তনের জন্য তিনি বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা চেয়েছেন। যে কারণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও অধ্যাপকবৃন্দ তাকে সহায়তা দিতে বরিশালের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন। যত দ্রুত সম্ভব বরিশাল সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানান খোকন সেরনিয়াবাত।