বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে বরিশাল ক্লাবের সভাপতি পদে এবং সেক্রেটারীকে তার স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবেনা তার কারণ দর্শাতে ১০ দিন সময় দিয়েছে আদালত। ১৬ জুলাই সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান বাদী পক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানায়, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাব পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে
বৃহস্পতিবার (১৩ জুলাই)
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল ক্লাবের সেক্রেটারীকে বিবাদী করে মামলা দায়ের হয়। বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলা দায়েরের পর আদালত শুনানির জন্য রেখে দেয়। ১৬ জুলাই বাদী আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্ত দিয়ে বিবাদীদ্বয়ের বরিশাল ক্লাবের সভাপতি ও সেক্রেটারী পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করে। আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা আবেদনের শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং একইসাথে বিবাদীদ্বয় বরিশাল ক্লাবের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সেক্রেটারীকে বরিশাল ক্লাব সংক্রান্ত কর্মকাণ্ডে কেন তাদের নিষেধাজ্ঞা দেয়া হবেনা আগামী ১০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে আদেশ দেন। আদালতের বেঞ্চ-সহকারী বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।