১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:২০

সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ সোমবার, জুলাই ১৭, ২০২৩,
  • 140 পঠিত

 

জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১৭ জুলাই) সংসদ ভবনের ‌‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি, কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরি করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা আক্তার এমপি সহ সংসদ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo