১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৫১

বরিশালে প্রতিপক্ষের হামলায় নারী সহ গুরুতর আহত ৩

বাকেরগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩,
  • 266 পঠিত

 

গভীর রাতে জমি দখল করতে বাধা দেয়ায় নারী সহ তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ভাতশালা গ্রামে গভীর রাতে জমি দখল করতে এসে তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতরা তাদের প্রান বাচাতে বাকেরগঞ্জ থানাধীন কাকোরদা পুলিশ ফাড়িতে কল করে অবহিত করা হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে থাকা তিনজনকে তাদের টহল গাড়িতে করেই উদ্ধার করে কালিশোরি বন্দরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হলে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় সকালেই তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান উদ্ধার কারী পুলিশ কর্মকর্তা এস আই ফুয়াদ। তিনি বলেন তিনি ফোন কল পেয়ে ঘটনা স্থলে গিয়ে একপক্ষকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও হামলাকারী অপরপক্ষকে পাওয়া যায়নি। তারা এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া মাত্র আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

অপরদিকে আহত সূত্রে জানা গেছে,
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ভাতশালা গ্রামের বাসিন্দা মৃত আজম আলী সিকদারের মেয়ে রাহিমা বেগম (৬০) কে তার পৈতৃক ভিটা-জায়গা থেকে বিতাড়িত করার জন্য দীর্ঘবছর যাবৎ পায়তারা চালাচ্ছে হামলাকারীরা। এর আগে একাধিক বার স্থানীয় ভাবে জমির বিষয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর বিষয় টির সমাধান করে দিলেও তাদের কথা অমান্য করে জবরদখল করে জমি আত্মসাৎ করার জন্য গভীর রাতে এসে বসতঘর ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে রামদা সাবল সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাদের। ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যান আগামী দুই মাস পর পুনরায় আমিন নিয়ে জমি মেপে সঠিক ভাবে কাগজপত্র অনুযায়ী যে যার অংশ বুঝিয়ে দিবে বলা হয়েছিলো। কিন্তু একই গ্রামের বাসিন্দা মোক্তার আলী সিকদারের দুই ছেলে লোকমান সিকদার(২৪) ও আসলাম সিকদার (৩০) শফিক সিকদারের স্ত্রী রাজিয়া বেগম, (৫০) সহ আরো বেশ কয়েকজন তাদের সালিশ না মেনে গভীর রাতে এসে তাদের বসতঘর ভাংচুর চালায় এসময় বাধা দিতে গেলে লোকমান সিকদার নামের ব্যক্তি দেশীয় রামদা দিয়ে হত্যা করার উদ্দেশ্যে মৃত আজম আলী সিকদারের বড় মেয়ে মৃত ফুলবানুর মেয়ে পারভীন আক্তার পারুল(৫৫) তার মাথায় আঘাত করে সাথে সাথে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি শুরু করে এরপরই স্থানীয়রা আসলে তাদের উপরও হামলা চালায় এসময় তাদের প্রান বাচাতে পুলিশে কল করা হলে তারা এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। গুরুতর আহত তিনজন বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।তাদের স্বজনরা জানান, চেয়ারম্যান মেম্বরের সালিশি উপেক্ষা করে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তারা। তারা বলেন যদি তাদের জমি থাকে তারা আইনি ভাবে কাগজপত্রের মাধ্যমে জমি মিয়ে যাবে কিন্তু তারা রাতের আধারে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার উদ্দেশ্য নিয়ে হামলা করার বিষয় সুষ্ঠ তদন্ত সাপেক্ষ ন্যায় বিচারের দাবী জানায়। এবিষয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করার পস্তুতি নেয়া হয়েছে বলেও ভুক্তভোগী পরিবার জানান।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo