১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৮:২৪

ঘোষণা দিয়ে লাইভে মিজানুর রহমান আজহারী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩,
  • 55 পঠিত

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১০টার পর থেকে লাইভটি শুরু হয়। এর আগে সোমবার (২৭ মার্চ) নিজের ফেসবুক থেকে লাইভে আসার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সেই মোতাবেক নির্দিষ্ট সময়েই লাইভ শুরু হয়।

রমজানের বিশেষ আয়োজন নেয়ে ‘জ্যোতির উপর জ্যোতি’ শিরোনামে লাইভে একটি বক্তব্য প্রচার করছেন তিনি।

সোমবার তিনি স্ট্যাটাস দিয়ে লেখেন, ইনশাআল্লাহ, আগামীকাল ২৮ মার্চ ২০২৩, বাংলাদেশ সময় রাত ১০ টায় আমার এই পেইজ থেকে লাইভে আসব। সকলে সাদর আমন্ত্রিত।

তিনি লেখেন, প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমাদানুল মুবারাক উপলক্ষে আমার ফেইসবুক পেইজ থেকে ৪টি বিশেষ কুরআনিক লাইভ করার পরিকল্পনা করেছি। তার প্রথমটি হতে যাচ্ছে আগামীকাল রাতে ইনশাআল্লাহ। (এই মোতাবেক আজ শুরু হয়েছে)

তিনি লেখেন, কুরআনুল কারিমের জ্যোতির্ময় সূরা— সূরা আন-নূরের সংক্ষিপ্ত তাফসির, শিক্ষা ও লাইফ লেসন নিয়ে আমাদের এবারের লাইভ সিরিজ ‘জ্যোতির উপর জ্যোতি’। আপনার রমাদানকে প্রোডাক্টিভ করে তুলতে— কুরআনের সাথে সময় কাটান, কুরআনের সাথে সম্পর্কের নবায়ন করুন এবং কুরআনময় করে তুলুন এবারের রমাদান।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo