১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭:০৯

উপমহাদেশের ঐতিহ্যবাহি শ্রী শ্রী শংকর মঠের ২০২৩ সালের পূজা উদযাপন কমিটি গঠন

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ শুক্রবার, আগস্ট ৪, ২০২৩,
  • 140 পঠিত

 

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শ্রী শ্রী শংকর মঠের যোগমায়া দে অফিস কক্ষে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ ট্রাষ্টের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাসাই। সভায় সর্বোসম্মতিক্রমে লিমন কৃষ্ণ সাহা কানুকে সভাপতি ও তন্ময় দাস তপুকে সাধারণ সম্পাদক পদে ২০২৩ এ নির্বাচিত করে। এই নির্বাচিত কমিটি পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ ট্রাষ্টের সদস্য রুপক কর্মকার, সুভাষ সরকার মন্টু, কিশোর কুমার দে, শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অশোক কুমার দে, সাধারণ সম্পাদক শাওন দাস, দেব দুলাল সরকার বাপ্পি, জাগৃহী খেলাঘরের সাধারণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়, মিলন পাল, অসিত দাস, উজ্জল মুন্সী, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়ংকর লাল সুকু, আবির কুণ্ডু, আশীষ দাস, স্বপন দে, সাক্ষর সমাদ্দার, অমিত কুমার দে, আকাশ দাস, অপু দে, লিটন গুহ, দিপ্ত দাস, জয় সরকার, বাপ্পি দাস, সবুজ হালদার, অন্তর বনিক, নয়ন রায়, সৌরভ দে, সুভাষ দাস, দীপক কর্মকার, স্বপন দে, নয়ন দাস, লিটন শীল, দীপক কর্মকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo