১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৪৫

বরিশালে তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩,
  • 149 পঠিত

বরিশালে তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন “বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে বরিশাল ক্রাইম নিউজের শহীদুল্লাহ সুমনকে সভাপতি ও দৈনিক সময়ের বার্তার আল-আমিন গাজীকে সাধারন সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার ( ৮ আগষ্ট) বিকেল ৫ টায় বরিশাল নগরীর অভিজাত সেঞ্চুরি রেষ্টুরেন্ট এন্ড কনভেশন সেন্টারে অত্র সংগঠনের কমিটি ঘোষণা হয়।

নবগঠিত সংগঠনের দপ্তর সম্পাদক রাকিব হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে।

নবগঠিত এ কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম (সংবাদ প্রকাশ), লিটন বাইজিদ (দখিনের মুখ), ইমরান হোসেন (কলমের কন্ঠ), যুগ্ন সম্পাদক এস এম জাহিদ (ভোরের অঙ্গিকার), সহ সম্পাদক আহমেদ বাইজিদ (আমাদের বরিশাল), সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ (আলোকিত প্রভাত), সহ সাংগঠনিক সম্পাদক এম আর শুভ (সত্য সংবাদ), দপ্তর সম্পাদক রাকিব হোসেন (বরিশাল ক্রাইম নিউজ), সহ দপ্তর সম্পাদক রহমতুল্লাহ পলাশ (মদিনা কণ্ঠ), অর্থ সম্পাদক তানজিমুল রিশাদ (আজকের সুন্দরবন), আইন সম্পাদক মেহেদি তামিম (আলকিত বরিশাল), ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল মোল্লা (বরিশালের আলো), প্রচার সম্পাদক ইমরান জিহাদ (কলমের কন্ঠ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকাশ ইসলাম ( অনুসন্ধান বিডি২৪), ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম দোলন (আজকের তালাশ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিল (বরিশাল রুপান্তর)।

কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন- হাসিবুল ইসলাম (বরিশাল টাইমস), খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), হোসেন মারুফ (আজকের তালাশ), খান তুহিন ( বরিশাল সংবাদ), প্রিন্স তালুকদার (দক্ষিণাঞ্চল), আরিফুর রহমান (দক্ষিণাঞ্চল), আনোয়ার হোসেন (দৈনিক চিত্র), এসএম সজিব (কলমযোদ্ধা)।

সাধারন সদস্যরা হলেন- মাহাদী হাসান (বরিশাল রুপান্তর), বেল্লাল হোসেন (কলমের কণ্ঠ), রাহাত রাব্বি (দর্পণ বার্তা), শফিকুল ইসলাম, আলামিন খান (কুয়াকাটা প্রতিনিধি), কাশেম (বরগুনা), আজিজুল হাকিম (বরিশাল নিউজ২৪), খান রাব্বি (আজকের তালাশ), রাশেদ রায়হান (গণকণ্ঠ), রিপন রানা (আলোকিত বরিশাল), সাকিল মাহমুদ (সময়ের বার্তা)।

উল্লেখ্য যে ২০২০ সালের নভেম্বর মাসে তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত সংগঠনটি তরুণ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়া সংগঠনের নতুন নেতৃবৃন্দ বলেন, আমরা নতুনভাবে সংগঠনটির কমিটি পুনর্গঠন করছি যাতে নতুনভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারি, তাই বর্তমান কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo