১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৫৬

মসজিদে মোবাইলে দেখে তারবি নামাজ পড়ানো হাফেজকে অব্যাহতি

বরিশাল অফিস:
  • আপডেট সময়ঃ বুধবার, মার্চ ২৯, ২০২৩,
  • 188 পঠিত

বরিশাল নগরীতে মোবাইল ফোনে দেখে তারাবির নামাজ পড়ানোর আলোচিত ঘটনায় অভিযুক্ত হাফেজ জাকির হোসেন কে অব্যাহতি দেয়া হয়েছে।

মোবাইল দেখে তারাবি নামাজ পড়ানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসুল্লিদের তোপের মুখে পড়ে এক হাফেজ।এ নিয়ে বেশ সোরগোল শুরু হলে শেষমেশ মোবাইল ফোন এ দেখে তারাবির নামাজ পড়ানো হাফেজকে কে অব্যাহতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের বায়তুল আনোয়ার জামে মসজিদে মোবাইল ফোনে দেখে তারাবির নামাজ পড়ানোর ঘটনাটি ঘটেছে। বায়তুল আনোয়ার জামে মসজিদের মুসুল্লিরা এবিষয়ে জানান, ২য় রমজানে এশার নামাজের পর হাফেজ জাকির হোসেন মোবাইল ফোন দেখে দেখে তারাবি নামাজ পড়াতে শুরু করে।সেদিন ই মসজিদের প্রথম কাতারে থাকা বেশ কয়েকজন মুসুল্লি বিষয়টি লক্ষ করেন। নামাজ শেষে বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আলোচনা করা হলে তৃতীয় রমজানে এশার নামাজের পর তারাবির নামাজের সময় পুনরায় হাফেজ তার হাতে মোবাইল ফোনে দেখে দেখে নামাজ পড়াতে থাকে তখন কেউ কেউ মসজিদের জানালা দিয়ে মোবাইল ফোনে এ বিষয় টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
স্থানীয় ব্যবসায়ী মসজিদের একজন মুসল্লি বলেন, ঘটনাটি তারাবি নামাজের সময় অনেকেরই চোখে পড়ে। পরে তৃতীয় রমজানের রাতে হাফেজ জাকির হোসেনের মোবাইল দেখে দেখে তারাবির নামাজ পড়ানোর দৃশ্য কেউ কেউ ভিডিও করেন। ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়লে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে ওই হাফেজকে মসজিদ সংশ্লিষ্টরা তারাবি নামাজ পড়ানো থেকে অব্যাহতি দেওয়া হয়।এই ঘটনার জেরে মসজিদের নিয়মিত ইমাম ফারুক হোসেন কে বাধ্যতামূলক ভাবে ছুটিতে পাঠিয়েছে মসজিদ কমিটি।কোন ধরনের যাচাই-বাছাই ছাড়াই স্বজনপ্রীতি করে হাফেজ জাকির হোসেন কে নিয়োগ দিয়েছে এমন অভিযোগ তার বিরুদ্ধে। এ বিষয়ে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম লোকমান হোসেন বলেন, আগামী ৬ এপ্রিল ইমাম ফারুক হোসেনের বিষয় মসজিদ কমিটি সিদ্ধান্ত নিবেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগরীর সভাপতি হাফেজ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানায়, হাফেজের সংকট দেখা দিলেই কেবল মুশুল্লিগনের আবেদনের প্রেক্ষিতে কোরআন শরিফ দেখে তারাবির নামাজ আদায় করা যাবে। বাংলাদেশে যথেষ্ট সংখ্যক হাফজ থাকায় এ নিয়ম বাংলাদেশে কার্যকর নয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo