২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:৩৪

শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কম্পিউটার থাকা বাধ্যতামূলক

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ বুধবার, আগস্ট ২৩, ২০২৩,
  • 144 পঠিত

তথ্যপ্রযুক্তি শিক্ষা আরও জোরদার করতে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে ইন্টারনেট সংযোগসহ দুটি কম্পিউটার বা ল্যাপটপ থাকা বাধ্যতামূলক। যেসব প্রতিষ্ঠানে ল্যাপটপ-কম্পিউটার নেই, ওইসব প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় তা কিনতে হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত অফিস আদেশটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বা ল্যাপটপ নেই, আগামী ১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেট সংযোগসহ দুটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপন করতে হবে। নতুন কারিকুলামের আওতায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক।

গত ২৩ জুলাই একই নির্দেশনা দিয়েছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর জানায়, মাদ্রাসায় প্রিন্টারসহ কম্পিউটার না থাকলে আইসিটি বিষয়ের শিক্ষক-প্রভাষক ও দুই অফিস সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া যাবে না।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo