২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:৫১

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র পাড়ে লাখো পুর্ণার্থী: চলছে মহাতীর্থ স্নানোৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ বুধবার, মার্চ ২৯, ২০২৩,
  • 88 পঠিত

হিন্দু ধর্মালম্বী হাজার হাজার পুর্ণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর এলাকাসহ ব্রম্মপুত্র নদের কয়েক কিলোমিটার এলাকা। প্রতিবছরের মতো এবছরেও চৈত্র মাসের অষ্টমীতিথিতে মহাতীর্থ স্নানোৎসব-এ মানুষের ঢল নামে। ‘হে লৌহিত্য আমার পাপ মোচন করো’ এ আশায় বাংলাদেশচ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান থেকে হাজার হাজার পুর্ণাথী এই নদে স্নান করতে এসেছেন। স্নানের লগ্ন শুরু হওয়ার সাথে সাথেই পাপমোচন করে পুণ্যের আশায় ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব ও আম্রপল্লব নিয়ে স্নান করছে। নদীর দুই পাশে তিন কিলোমিটার এলাকা জুড়ে স্নান উৎসব কে ঘিরে বসেছে গ্রামীন মেলা। মেলায় নানান পসরার সাথে আছে বড় বড় মাছ।৬ নিরাপদ ভাবে স্নান উৎসব সম্পাদনের জন্য জেলা প্রশাসন, চিলমারী উপজেলা প্রশাসন, পুলিশ৬ প্রশাসন, র‍্যাবসহ আইনশৃংখলাবাহিনী নিরাপত্তার ব্যাবস্হা নিয়েছে। প্রথমবারের মত অষ্টমির স্নান ২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসন এর সহযোগিতায় রংপুর থেকে একজ ডুবুরী চিলমারীতে স্ট্যান্ড বাই রয়েছেন। এছাড়াও কুড়িগ্রামের ধরলা ব্রীজ এলাকাতেও পুর্ণার্থীরা স্নানে অংশ নিচ্ছেন। আজ বুধবার রাত আটটায় স্নান উৎসব শেষ হবে

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo