দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক এম.আর শুভ কে দেখতে তার বাসভবনে ছুটে যান নবগঠিত বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।
গতকাল সন্ধ্যায় তাকে দেখতে যান সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এস এম রাকিবুল হাসান ফয়সাল, সহ-সভাপতি আসাদুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক সৈয়দ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বায়েজিদ, আলামিন গাজী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান রেজা ও কার্যনির্বাহী সদস্য লাবু প্রমুখ।
এসময় তারা শুভ’র সার্বিক খোঁজ খবর ও সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে অফিস শেষে বাসায় ফেরার পথে রুপাতলী এলাকায় দুর্বৃত্তরা শুভকে কুপিয়ে জখম করে। এতে গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুভ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া নবগঠিত বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।