পরিকল্পনা মন্ত্রণালয় এর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ, জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র সংশোধন ও হালনাগাদকরণ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোট প্রজেক্ট, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ, জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র সংশোধন ও হালনাগাদকরণ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) বরিশাল মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের শুরুতপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথিরা ওয়ার্কশপের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।