অ্যাপসের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল কাইউমের পর্নভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভূক্তভোগী শিক্ষক গত সোমবার বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে শিক্ষক কাইউম উল্লেখ করেছেন, গত রোববার রাতে একটি হোয়াসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কিছু স্ক্রীনশট ও অ্যাপসের মাধ্যমে তৈরি ভিডিও সেন্ট করে। এরপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা পর্যায়ক্রমে তাকে (শিক্ষক) কল দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করছে। এছাড়া ভূয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমন হুমকিতে তিনি ভয়ের মধ্যে রয়েছেন বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন।