ওবায়দুল হক হয়তো ঠিকই বলেছেন, ইন্টারনেট আছে বলে চিঠির তেমন প্রয়োজন হয় না। সেটাই স্বাভাবিক। কিন্তু পেছনে যে আবেগ আমরা ফেলে এসেছি — খামে ভরা শব্দে-শব্দে ভালোবাসার ডাক কিংবা বিষণ্ণ হৃদয়ভাঙার গল্প, অথবা নতুন বিপ্লবের ডাক, নতুন সূচনার আহ্বান — সেই আবেগ, হলুদ খামের সেই গন্ধ, সেই চিঠি, সেই চিঠির লাল বাক্স আমাদেরকে কি তাড়িত করবে না অনুভূতির জগতে, কিছু সময়ের জন্য অথবা সব সময়ের জন্য ?