১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৫২

নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ৮ নেতাকর্মী আটক

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩,
  • 103 পঠিত

বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে বিনা অনুমতিতে বের করা জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোডের খান সড়কের মুখ থেকে তাদের আটক করা হয়।

পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয়রা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামাসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ওই মিছিল বের হয়েছিলো।

আটককৃতরা হলো, সিরাজুল ইসলাম (৪১), সোবহান হাওলাদার (৬০), আব্দুল কাইয়ুম (২৮), মেহেদী হাসান (২০), আনোয়ার হোসেন (৬২), মোহাম্মদ আলী (৬০), মোস্তাফিজুর রহমান (৫৬) ও মোহাম্মদ ইমরান (২৫)। এরা সবাই বরিশাল নগরের বর্তমান বাসিন্দা হলেও বর্তমানে কে কোন পদে রয়েছে তা জানাযায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরকসহ বিভিন্ন আগেই থেকেই বিভিন্ন আইনে মামলা ছিলো। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo