পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সহধর্মিণী মিসেস লায়লা শামীম আরা’র রোগ মুক্তি কামনায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে। মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
৪ অক্টোবর বুধবার মাগরিব বাদ বরিশাল নগরীর সার্কিট হাউসের বিপরীতে নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর নির্বাচনী প্রধান কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে নবনির্বাচিত বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর নির্বাচনী প্রধান সমন্নয়ক বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন বাবুল,বরিশাল জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন অরুন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার,বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস, ৪ নং ওয়ার্ডের সৈয়দ আবিদ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, রেশমী বেগম,ইসরাত জাহান লাভলী,সাথী, বরিশাল নগরীরের ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,নাজমুল হুদা,৮ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সজল,বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন,আব্দুল আলীম,বাবু সরদার সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।