১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৩৮

বরিশালে সড়ক সার্কেলের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ বুধবার, অক্টোবর ১১, ২০২৩,
  • 104 পঠিত

বরিশালে সড়ক সার্কেল অধিদপ্তরের নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মাসুদ খান। এজন্য বুধবার বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের সার্কেল ভবনে সন্ধায় এক বিদায় ও বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তও্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথকে আনুষ্ঠানিক বিদায় জানানো এবং মাসুদ খানকে বরণ করে নেন স ও জ বরিশালের কর্মকর্তা ও কর্মচারীরা।

মিন্টু রঞ্জন দেবনাথ এর ফরিদপুর সড়ক সার্কলে যোগদান করার কথা রয়েছে। এদিকে বরিশাল সার্কেলে পটুয়াখালী থেকে তও্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খানের যোগদান উপলক্ষে তাকে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহামুদ সুমন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী এ, কে,এম, আজাদ রহমান। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মাহফুজ খান, লেলিন কবির, জুয়েল খানসহ আরো অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আল আমিন, স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ।
এ সময় বরিশাল বিভাগের সকল জেলার নির্বাহী প্রকৌশলী ও উপ বিভাগীয় প্রকৌশলী সহ কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo