আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সাবান বিতরণ ও হাত ধোয়ানো কৌশল শেখানো বিষয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ ইমরান তরফদার। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল এর প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। সেখান থেকে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে সেইন্ট বাংলাদেশ এর সহযোগিতায় হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।