১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৬

র‍্যাবের জালে হত্যা চেষ্টা মামলার আসামি আটক

বাকেরগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩,
  • 126 পঠিত

 

বরিশালের বাকেরগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামিকে আটক করেছে র‍্যাব-৮ এর বরিশাল ক্যাম্পের একটি দল।

বৃহস্পতিবার বেলা ৩ টা ১০ মিনিটের সময় উপজেলার খাসমহেশপুর গ্রামের একটি বিল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাফর হাওলাদার (৪৫) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাসমহেশপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩.১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে খাসমহেশপুর গ্রাম থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে।

র‍্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল হক জানান, আটক জাফর হাওলাদার ও তার ভাইয়েরা মিলে ২৮মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির ইব্রাহিম হাওলাদার ওরফে ফালানকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করে। আহত ইব্রাহিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আটক করে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo