বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডের কালুশাহ সড়ক এলাকার নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর বাসভবন চত্বরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে আলোচনা সভার ৬- ১০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে বরিশাল-০৫ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বরিশালের জনপ্রিয় নারী নেত্রী লুনা আব্দুল্লাহ’র উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল মহানগর এর ৬-১০ নং ওয়ার্ড নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
এসময় অন্যান্যদের মাঝে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশন এর অধিকাংশ সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।