১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ভোর ৫:২০

তথ্য অধিকার বাস্তবায়নে বরিশাল জেলা কমিটির সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩,
  • 50 পঠিত

আজ ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন বাংলাদেশ ডক্টর আবদুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এসএম জাকির হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বরিশাল জেলা বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। পরে অতিথিরা
প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo