১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:২১

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল বিভাগের সংশ্লিষ্টদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ রবিবার, নভেম্বর ২৬, ২০২৩,
  • 115 পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় ও জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ ২৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় বিভাগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় এবং বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) মাননীয় নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম সেবা পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আলাউদ্দীন, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামসহ পটুয়াখালী ও ভোলার জেলা প্রশাসক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার প্রধান অতিথি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo