আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে দুই দুই বার বঞ্চিত বরিশালের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পাতা ফাঁদে পা না দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সাবেক মেয়র সাদিক বরিশালে কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেননি অভিযোগ করে, তার বিভ্রান্তি প্রলোভনে মানুষ যেন আর ভুল না করে সেই আহ্বান জানান নবাগত সিটি মেয়র খোকন। আপন চাচা হয়েও ভাতিজার বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে বিন্দুমাত্র ছাড় দেননি।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে এক প্রস্তুতি সভা হয় শহরের গফুর সড়কে। যুবলীগ নেতা খান মামুনের বাস ভবন চত্বরে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভায় যোগ দেন সদর আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। এসময় বক্তব্যে, সিটি মেয়র খোকন বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। ত্রিশ লাখ মানুষ আত্মাহুতি দেয় লাল সবুজের বাংলাদেশ অর্জনের জন্য। মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন মেয়র খোকন। বক্তব্যের এক পর্যায়ে, তিনি অভিযোগ করেন গত ৫ বছর বরিশাল শহরের মানুষ নাগরিক সেবা বঞ্চিত হয়ে অতিষ্ঠ ছিল। দায়িত্ব পালনে ব্যর্থ সাদিক কোনো অর্থ বরাদ্দ আনতে পারেননি বরিশালের মানুষের জন্য। সাদিক আব্দুল্লাহ সিটি নির্বাচনে মনোনয়ন পাননি। আসন্ন জাতীয় নির্বাচনেও তাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়নি।’ ভোটে স্বতন্ত্র প্রার্থী হয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত, প্রলোভন দেখানোর চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে কেউ যেন সাদিক আব্দুল্লাহর ফাঁদে পা না দেয় সেই আহ্বান সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের। মেয়র হয়ে ব্যর্থতার পরিচয় দেয়া সাদিক আব্দুল্লাহ সংসদ সদস্য হলে কী কাজ করবেন সেই প্রশ্ন তুলেছেন খোকন সেরনিয়াবাত। নাগরিক সেবা বঞ্চিত হয়ে বরিশালবাসী গত ৫ বছর অতিষ্ঠ ছিল বলেও অভিযোগ মেয়রের। এসময় তিনি বরিশালকে নান্দনিক শহরে রূপ দিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হয়েছে বলে জানান। সভায় বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ছাড়াও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃআফজাল উল করিম,
বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি কেবিএস আহমেদ কবির, সদস্য, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য আনিস উদ্দিন শহীদ,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল,বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃমাহবুবুর রহমান মধু,বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার,বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদ, মোঃ নুরুল ইসলাম, আহবায়ক, চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগ কামাল উদ্দিন মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক, চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগ,
মোঃ মুহতাদীন হিমেল, সভাপতি, চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগ,তাহমিনা আক্তার পরি, সভাপতি, মহিলা আওয়ামী লীগ, চরমোনাই,বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।