৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৬:০৭

প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রীর স্মরনে দোয়া মোনাজাত

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩,
  • 154 পঠিত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি’র সহধর্মিণী লায়লা শামীম আরা এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) আসর নামাজ বাদ নগরীর গোরস্থান রোড ঈদগাহ মাঠে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট এ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদস্য কেবিএস আহমেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কাউন্সিলর হুমায়ন কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নগরীর এবায়দুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo